এইদিন ওয়েবডেস্ক,মনিপুর,২১ এপ্রিল : গত ৪৮ ঘন্টায় মণিপুরে বেশ কয়েকটি নিষিদ্ধ সংগঠনের মোট ১৬ জন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে। শনিবার ইম্ফল পূর্ব জেলার নংডাম গ্রামের কাছে নেপেটপ্যালি অ্যান্ড্রো রোড থেকে নিষিদ্ধ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পুম্বা)-এর দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে ধৃত সন্ত্রাসীরা চাঁদাবাজির সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার বিষ্ণুপুর জেলার নিংথোখং ১৩ নম্বর ওয়ার্ড থেকে নিষিদ্ধ কাংলিপাক কমিউনিস্ট পার্টির (তাইবাঙ্গানবা) একজন সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী । একই দিনে ইম্ফল পশ্চিম জেলার সালাম মামাং লিকাই কেতুকি লাম্পাক থেকে নিষিদ্ধ কেসিপি (এমএফএল)-এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগও রয়েছে। রাজ্য পুলিশ শুক্রবার ইম্ফল পূর্ব জেলার কামগাই হাইবাং মাখং এলাকা থেকে নিষিদ্ধ প্রেপাক (পিআরও) এর একজন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে ।।