এইদিন ওয়েবডেস্ক,দুবাই,১৬ এপ্রিল : দুবাইয়ের একটি ৫ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও ৯ জন । দুবাইয়ের ঐতিহাসিক ডেইরা পাড়ার আল মুরার ঘন জনবসতি এলাকায় রয়েছে রয়েছে ওই আবাসিক ভবনটি । শুক্রবার বিকেল ৪.৪৫ নাগাদ ভবনের চতুর্থ তলায় প্রথমে আগুন লাগে । দুবাই সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, গতকাল বিকেলে দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুমে প্রথম আগুনের খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের দল ছয় মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে ।
ভবনের একটি দোকানের এক কর্মচারী জানান, আগুন লাগার পর বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। কিছু লোক সাহায্যের জন্য ভবনে ঢোকার চেষ্টা করলেও ধোঁয়ার কারণে তারা ভিতরে ঢুকতে পারেনি । কিছুক্ষণের মধ্যেই ফায়ার ব্রিগেড এসে ক্রেনের সাহায্যে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে । ওই এলাকায় সোনা ও মশলার বাজারও রয়েছে, যা শহরের মধ্যে পর্যটকদের একটি প্রধান আকর্ষণের জায়গা বলে মনে করা হয় । সরকারী বিবৃতিতে ইঙ্গিত বলা হয়েছে যে ভবনটিতে যথাযথ নিরাপত্তা মেনে না চলার কারণেই এই ঘটনা ঘটেছে ।।