এইদিন ওয়েবডেস্ক,মেক্সিকো,১৮ ডিসেম্বর : মেক্সিকোর দুই রাজ্য গুয়ানাজুয়াতো (Guanajuato) এবং সালামাঙ্কায় পৃথক দুই হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৮ জন । অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে,রবিবার(১৭ ডিসেম্বর) গুয়ানাজুয়াতোতে একটি ছুটির পার্টিতে হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করেছে হামলাকারীরা । এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন । অন্যদিকে সালামাঙ্কা রাজ্যে বন্দুকধারীদের গুলিতে আরও চারজনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্যের প্রসিকিউটর । স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে,হামলাকারীরা পাঁচটি গাড়িতেও আগুন দিয়েছে ।
মেক্সিকোতে অটোমোবাইল কোম্পানিগুলির কেন্দ্র বলে পরিচিত গুয়ানাজুয়াতো রাজ্যে সাম্প্রতিক বছরগুলিতে মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে তীব্র সংঘর্ষের সাক্ষী হয়েছে ৷ সশস্ত্র গোষ্ঠী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ফলে মেক্সিকোর গুয়ানাজুয়াতো রাজ্যের টেকালটিটলান শহরে গত সপ্তাহে ১১ জন নিহত হয় । ওই হামলায় একটি সশস্ত্র গ্রুপের আট সদস্য এবং এই এলাকার তিন বাসিন্দা নিহত হয়েছিল । জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে । পরিসংখ্যান অনুসারে, গুয়ানাজুয়াতো রাজ্যে শক্তিশালী মাদক পাচারকারী গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনার মধ্যে, দেশের অন্যতম সহিংস রাজ্যে পরিণত হয়েছে ।।