এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৩ অক্টোবর : বিশ্বের ১৬ টি দেশ তেজস সম্পর্কে তথ্য চেয়েছে বলে খবর । অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তেজস প্রকল্প পরিচালক ডক্টর ভি মধুসূদন রাও বলেছেন, ‘ইতিমধ্যে তেজস সম্পর্কে ১৬ টি দেশ খোঁজখবর নিচ্ছে । ফলে কেন্দ্র সরকার উৎপাদনের হার বাড়ানোর উপর জোর দিচ্ছে ।’
এদিকে সেপ্টেম্বরে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (CCS) অনুমোদনের পর হালকা কমব্যাট এয়ারক্রাফ্ট এলসিএ তেজস এমকে-২ তৈরির কাজ চলছে পুরোদমে । বর্তমানে এই যুদ্ধবিমানটির নকশা ও উন্নয়নের কাজ চলছে ।মধুসূদন রাও বলেন,’হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল) ছাড়াও অন্যান্য সংস্থাগুলিও এর জন্য চিহ্নিত করা হচ্ছে ।’ তিনি জানান, সরকারের কাছে দাম কমানোর জন্য ভালো দাম এবং রপ্তানির আরও ভালো সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে ।
জানা গেছে,ভারতীয় বিমান বাহিনী থেকে মিগ-২৯, মিরাজ-২০০০ এবং জাগুয়ার এয়ারক্রাফ্টকে সরিয়ে সেই জায়গায় এলসিএ তেজস এমকে-২ প্রতিস্থাপন করা হবে । ওই যুদ্ধ বিমানে থাকবে এফ ৪১৪ জিই ফাইটার জেট ইঞ্জিন । আমেরিকার জেনারেল ইলেকট্রিক থেকে প্রযুক্তি হস্তান্তরের পরই ইঞ্জিনটি পুরোপুরি ভারতে তৈরি করা হবে। বিমানের পাখায় মিসাইল, দুই থেকে চারটি বিভিআর মিসাইল এবং স্মার্ট বোমা অন্তর্ভুক্ত করা হবে । রাও বলেন, ‘ভারতীয় বায়ুসেনা তার ১০ টি স্কোয়াড্রন দুটি ধাপে পাবে ।’।