প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৮ জুন : একটা দুটো নয়, বর্ধমানের বনদপ্তরের উদ্ধারকারী দল উদ্ধার করলো ১৬ টি বিষধর চন্দ্রোবোড়ার সাপের বাচ্চা।শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকায় থাকা একটি মার্বেল সংস্থার গোডাউন থেকে বনদপ্তরের উদ্ধারকারী দল ওই সাপের বাচ্চাগুলি উদ্ধার করে ।গোডাউনে এতগুলি বিষধর সাপের বাচ্চা ছিল জেনে আতঙ্ক ছড়িয়েছে মার্বেল সংস্থার কর্মী মহলে ।
বনদপ্তরের উদ্ধারকারী দলের লোকজনের
কথায় জানা গিয়েছে,সাপের বাচ্চাগুলি উদ্ধার করা গেলেও গোডাউনে কোনও পূর্ন বয়স্ক সাপের খোঁজ এদিন তারা পান নি । সেই কারণেই এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক বহুমাত্রায় বেড়ে গিয়েছে । আরো বেড়েছে বলে এলাকার মানুষ জানিয়েছে। এলাকার বাসিন্দারা মনে করছেন ,এতগুলো সাপের বাচ্চা যখন একটা জায়গা থেকে পাওয়া গেল তখন সেখানে বড় সাপ থাকাটাও কোনো অসম্ভব ব্যাপার নয়। এখন বর্ষাকাল, তাই সকলকেই একন একটু সাবধানে চলাফেরা করার কথা বলেছেন বনকর্মীরা।।