এইদিন ওয়েবডেস্ক,২৯ এপ্রিল : ১৫১ হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট নেবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও
পরিবার কল্যাণ দফতর (Central Government Health and Family Welfare Department)। তার মধ্যে জেনারেল ৭৭, তফশিলি জাতি ৩৪, ওবিসি-এ ক্যাটেগরি ১৫, তফশিলি উপজাতি ৯, ওবিসি-বি ক্যাটেগরি ১১, প্রতিবন্ধী ৫ । www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে । যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । পরীক্ষার ফি জেনারেলদের ১৬০ টাকা । তপশিলী ও প্রতিবন্ধীদের কোনো ফী লাগবে না । আবেদন করার শেষ তারিখ ৫ মে ।
যোগ্যতা : আবেদনকারীর নুন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে । পাশাপাশি পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলের (West Bengal Homeopathic Medicine Council) অধীনে হোমিওপ্যাথিক কার্মাসির ১ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকলেও আবেদন করতে পারেন । মাধ্যমিক পাশের জন্য ৪০ নম্বর, হোমিওপ্যাথিক ফার্মাসির সার্টিফিকেট কোর্স পাশের জন্য ৪৫ নম্বর আর ইন্টারভিউয়ে থাকবে ১৫ নম্বর । বয়স ৩৯ বছরের নিচে হতে হবে । তবে তপশিলীরা ৫ বছর এবং ওবিসি প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড়
পাবেন । বেতন : ৭,১০০-৩৭,৬০০ টাকা । গ্রেড পে ৩,২০০ টাকা ।।