এইদিন ওয়েবডেস্ক,ইসালামাবাদ,১৯ ডিসেম্বর : অন্তত ১,৫০০ আফগান শরণার্থী পাকিস্তানের কারাগারে বন্দি রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদে তালিবান দূতাবাস । বন্দিদের তালিকায় রয়েছে প্রচুর মহিলা, শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তি । রবিবার রাতে পাকিস্তানি কর্মকর্তারা একাধিক টুইট বার্তায় জানিয়েছে শীঘ্রই শরণার্থীদের তথ্য সম্পর্কীয় ফাইল তালিবানকে হস্তান্তর করা হবে । প্রসঙ্গত,দিন তিনেক আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পাকিস্তানের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আফগান শরণার্থীদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন । আর তারপরেই পাকিস্তানের কারাগারে বন্দি আফগান শরণার্থীদের তথ্য সামনে আসে ।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত তিন মাসে পাকিস্তানের কারাগার থেকে ৫০০ শরণার্থীকে মুক্তি দেওয়া হয়েছিল । পাকিস্তানে তালিবান দূতাবাস বলেছে যে মহিলা, শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিসহ বেশ কিছু শরণার্থীকে অদূর ভবিষ্যতে মুক্তি দেওয়া হবে ।।