এইদিন ওয়েবডেস্ক,বার্লিন,০১ জুলাই : জার্মানির লেভারকুসেনের একটি ক্রিসমাস মার্কেটে সন্ত্রাসী হামলার প্রস্তুতির জন্য ১৫ বছর বয়সী জিহাদি কিশোরকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গত শুক্রবার তার সাজা ঘোষণা হয় । বিচারকের মতে,ওই কিশোর ২০২৩ সালের শরৎকালে সন্ত্রাসী কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে ওঠে। কয়েক সপ্তাহ পর, সে একটি সন্ত্রাসী হামলা চালাতে অন্য এক মুসলিম কিশোরের সঙ্গে জোট বাধে । তারা একটি ভাড়া করা ট্রাক দিয়ে বড়দিনের বাজারে যতটা সম্ভব বেশি সংখ্যক মানুষকে হত্যা করতে চেয়েছিল। সেই সময় অন্য জিহাদি সেই নাশকতার দৃশ্য ভিডিও রেকর্ড করবে বলে পরিকল্পনা করেছিল ।
কিশোরটি একটি চ্যাট গ্রুপে হামলার ঘোষণা করে একটি ভিডিও পোস্ট করেছিল। পটভূমিতে ইসলামিক স্টেটের একটি প্রতীকও দেখা যায়। জিহাদি কিশোরের বয়সের কারণে, মামলাটি বন্ধ দরজার পিছনে পরিচালনা করা হয়েছিল। আদালতের মুখপাত্রের মতে, জিহাদি কিশোর নিজের অপরাধ স্বীকার করেছে । ষোল বছর বয়সী তার সহযোগীর বিরুদ্ধে বিচার শুরু হবে ১৭ জুলাই ।।