এইদিন ওয়েবডেস্ক,করাচি,২৮ সেপ্টেম্বর : গ্রুপ-ডি (পিওন) পদের জন্য জমা পড়ল ১৫ লক্ষ আবেদন । এমনই চিত্র দেখতে পাওয়া গেল ভারতের প্রতিবেশী দেশ পাকিস্থানে । পাকিস্থানের বেকারত্বের হার ক্রমাগত বেড়ে চলেছে । বর্তমানে তা উচ্চস্তরে পৌঁছে গেছে । আজ ২৪ শতাংশের বেশি শিক্ষিত মানুষ বেকার । পাকিস্থানে বেকারত্ব আগে কখনও এমন অবস্থা ছিল না বলে মনে করছেন সে দেশের বিশেষজ্ঞরা । প্রসঙ্গত,সম্প্রতি হাইকোর্টে পিয়ন পদের জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছিল । যার জন্য ১৫ লক্ষ মানুষ আবেদন করেছিলেন । আবেদনকারীদের মধ্যে এমফিল ডিগ্রিধারীরাও রয়েছেন বলে জানা গেছে ।
পাকিস্থানের Somwar Kistan Institute of Development Economics (PIDE) এর পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেকারত্বের হার ১৬ শতাংশ পর্যন্ত পৌঁছে গেছে । তার মধ্যে নুন্যতম ২৪ শতাংশ শিক্ষিত যুবক যুবতী বেকার । পাকিস্থানের পরিকল্পনা ও উন্নয়ন সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটির কাছে পিআইডিই জানিয়েছে,দেশের ৪০ শতাংশ শিক্ষিত মহিলা(স্নাতক অথবা তার নিচে) বেকাত্বের সঙ্গে যুজচ্ছেন ।
যদিও পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) দ্বারা প্রকাশিত লেবার ফোর্স সার্ভে (এলএফএস) অনুযায়ী ২০১৭-১৮ অর্থবর্ষে পাকিস্তানের বেকারত্বের হার ছিল ৫.৮ শতাংশ । ২০১৮-১৯ অর্থবর্ষে সেটা বেড়ে ৬.৯ শতাংশ হয়ে গেছে । কিন্তু অন্যদিকে পিআইডিই জানাচ্ছে,বর্তমানে ২৪ শতাংশ শিক্ষিত যুবক আজ বেকার । আর পিআইডিইয়ের প্রকাশিত এই পরিসংখ্যানে চমকে গেছে গোটা দেশ।
পিআইডিই আধিকারিকদের কথায়,’দেশের ক্রমবর্ধমান বেকারত্বকে রুখতে সরকারি পর্যায়ে কোনও গুরুত্বপূর্ণ গবেষণা চলছে না । বা কোনও চেষ্টাই করা হচ্ছে না । তবে এটা ঠিক এটা এই সংক্রান্ত বিষয়ে দেশে অনেক গবেষণা প্রতিষ্ঠান চালু রয়েছে ।’।