এইদিন ওয়েবডেস্ক,০৪ আগস্ট : গাজা শহরের একটি স্কুলে লুকিয়ে থাকা ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের কয়েকজন সন্ত্রাসীর উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল । হামলায় ১৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস । যদিও সন্ত্রাসী গোষ্ঠীটি দাবি করেছে যে মৃতরা ফিলিস্তিনি সাধারণ মানুষ । রয়টার্স জানিয়েছে যে গাজা উপত্যকার শেখ রেজওয়ানের পার্শ্ববর্তী একটি স্কুলে ৩ আগস্ট, শনিবার এই হামলা চালানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী এই স্কুলটিকে হামাসের কমান্ড সেন্টার বলে অভিহিত করেছে এবং যোগ করেছে যে এই জায়গাটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এদিকে হামাস এক বিবৃতিতে ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করেছে।
একই সময়ে, সন্ত্রাসী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলে ইসরায়েলের হাতে আরও ছয়জন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ উল্লেখ করেছে যে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় ৩৯,৫৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি এবং মিশর তাদের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সময় সমানতালে সন্ত্রাসী নিকেশ অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল ।।