এইদিন ওয়েবডেস্ক,রেবা,২২ অক্টোবর : মধ্যপ্রদেশের রেবায় জবলপুর-প্রয়াগরাজ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস । ডাবল ডেকার ওই বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় কমপক্ষে ১৫ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৪৩ জন যাত্রী । শুক্রবার রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে । জানা গেছে,হতাহতরা সবাই উত্তরপ্রদেশের বাসিন্দা । দীপাবলির উৎসব উদযাপনের জন্য বাড়ি ফিরছিল । কিন্তু বাসটি হায়দ্রাবাদ থেকে প্রয়াগরাজ হয়ে গোরখপুর যাওয়ার সময় মধ্যপ্রদেশের রেবায় সোহগি পাহাড়ের উপত্যকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।
জানা গেছে,বাসের যাত্রীরা সকলেই পেশায় শ্রমিক । বাসটি হায়দ্রাবাদ থেকে ছেড়েছিল । জব্বলপুরে থামার পর প্রয়াগরাজ হয়ে গোরখপুর যাচ্ছিল । দুর্ঘটনার পর অনেকেই কেবিন থেকে বের হওয়ার সুযোগও পাননি । এছাড়া বাসের মধ্যে আটকা পড়েছিলেন বহু মানুষ । দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয় । পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায় বলে জানা গেছে ।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন এবং ঘটনা সম্পর্কে অবহিত করেন । মধ্যপ্রদেশের সরকার যাত্রীদের মৃতদেহ প্রয়াগরাজে নিয়ে আসবে । মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতি অনুসারে, আহত যাত্রীদের চিকিৎসার জন্য রাতে দুটি বাসে করে প্রয়াগরাজ পাঠানো হয়েছে । গুরুতর আহত যাত্রীদেরকে রেবা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা হচ্ছে ।।