এইদিন ওয়েবডেস্ক,সিওল,৩০ অক্টোবর : দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে উৎসব চলাকালীন প্রবল ভিড়ে পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু হয়েছে । আহত ৬৫ জন । শনিবার রাতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি নাইট লাইফ এলাকায় হ্যালোইন (Halloween) উৎসব উদযাপন হচ্ছিল । লাখ খানেক মানুষ ভিড় জমিয়েছিল উৎসবে । সেই ভিড় একটি সরু গলিতে ঢুকে পড়লে ভিড়ের চাপে অনেকের শ্বাসকষ্ট অনুভব হতে শুরু করে । অনেকে ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয় । নিহতদের সকলের বয়স ২০ বছরের নিচে বলে জানা গেছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সিওক-ইওল (Yoon Seok-yeol) হ্যালোউইনের ঘটনা সম্পর্কে এখন কথা বলছেন,ইয়ংসান-গু জেলার ইতাওয়ানে একটি অনুষ্ঠানে ১৪৯ জন মারা গেছে । ঘটনাস্থলে দুর্যোগ মোকাবিলা দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে । প্রসঙ্গত,বিশ্বের অনেক পশ্চিমা দেশে এই সময় হ্যালোইন (Halloween) উৎসব পালিত হয় । করোনার পর প্রথমবারের মতো হ্যালোইন উৎসব উদযাপন হওয়ায় সিওলে ১,০০,০০০ মানুষ উপস্থিত হয়েছিলেন বলে মনে করা হচ্ছে ।।
ছবি : রয়টার্স ।