এইদিন ওয়েবডেস্ক,ইকুয়েটুর(কঙ্গো),২০ জানুয়ারী : ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিম কঙ্গোর ইকুয়েটুর প্রদেশে । বৃহস্পতিবার সরকারিভাবে জানানো হয়েছে যে মঙ্গলবার গভীর রাতে বাসানকুসু শহরের কাছে লুলঙ্গা নদীতে মোটরচালিত একটি নৌকা ডুবে গেছে । নৌকার প্রায় ২০০ জন যাত্রীদের মধ্যে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ । ফলে বাকি যাত্রীদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে । স্থানীয় সুশীল সমাজ গোষ্ঠীর প্রধান জিন-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানিয়েছেন, নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালপত্র তোলা হয়েছিল । যার জেরেই এই দূর্ঘটনা ঘটছে । তাঁর অভিযোগ,কঙ্গোয় সড়কপথে যোগাযোগ ব্যবস্থা খুবই দূর্বল । যে কারনে মানুষ প্রাণ হাতে করে নদীপথে যেতে বাধ্য হয় । নদীতে নৌকাও কম । যার ফলে নৌকাগুলিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, মালপত্র এমনকি গবাদি পশুও তোলা হয় । এনিয়ে সরকারিভাবে নজরদারি না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন ।
প্রসঙ্গত,কঙ্গোয় নৌকাডুবির ঘটনা নতুন নয় । এর আগে গত অক্টোবরে ইকুয়েটুরের এমবান্দাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ওয়েন্ডজি- সেক্লি লোকালয়ের ভাটিতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল । তখন প্রায় ৪০ জনের সলিল সমাধি হয় ।।