এইদিন ওয়েবডেস্ক,কাজাখস্তান,১১ জুন : মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে । শনিবার কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,’এখনও পর্যন্ত মোট ১৪ টি মৃতদেহ পাওয়া গেছে। ওই অঞ্চল থেকে ৩১৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তনের কারণে উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়েছে । কয়েক বছরের মধ্যে মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভয়ঙ্কর দাবানলের ঘটনা বলে মনে করা হচ্ছে ।
কাজাখস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ৬০ হাজার হেক্টর বা ১ লাখ ৪৮ হাজার একর বনাঞ্চল দাবানল দ্বারা প্রভাবিত হয়েছে । বৃহস্পতিবার বজ্রপাতের কারণে দাবানলের সৃষ্টি হয় । আটকে পড়েছে বেশ কিছু ফরেস্ট রেঞ্জার । তাদের সন্ধান চালানো হচ্ছে । বর্তমানে ১ হাজারেরও বেশি মানুষ আগুন নেভানোর চেষ্টা করছেন । এদিকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইউরি ইলিনকে বরখাস্ত করেছেন ।।

