এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২১ এপ্রিল : ওয়েস্ট ব্যাঙ্ক(West Bank) সংলগ্ন তুলকারেমের (Tulkarem) নুর শামস শরণার্থী শিবিরে (Nur Shams refugee camp) ইসরায়েল ডিফেন্স ফোর্সের(আইডিএফ) সঙ্গে বন্দুক যুদ্ধে ১৪ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে এবং ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে । এই অপারেশনটি দীর্ঘ ৫০ ঘন্টা ধরে চলে বলে জানিয়েছে আইডিএফ । পাশাপাশি জানানো হয়েছে, সংঘর্ষে নয়জন জওয়ান ও একজন সীমান্ত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহতদের শারিরীক অবস্থা ভাল এবং মাঝারি অবস্থায় তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ ।
ফিলিস্তিনি মিডিয়া প্রাথমিকভাবে জানিয়েছে যে তুলকারেমের স্থানীয় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ শাখার কমান্ডার অভিযানের মধ্যে নিহত হয়েছেন, যদিও এখন রিপোর্ট বলছে যে আবু সুজা (Abu Shuja) নামে পরিচিত মুহাম্মদ জাবের (Muhammad Jaber) আসলে মারা যাননি। অন্য বন্দুকধারীদের অন্ত্যেষ্টিক্রিয়ার ফুটেজে তাকে দেখা গেছে ।।