এইদিন ওয়েবডেস্ক,বুরকিনা ফাসো,২৮ ফেব্রুয়ারী : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর নাতিয়াবোনির একটি মসজিদে নামাজ চলাকালীন সন্ত্রাসী হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে । এর আগে ইসলামী সন্ত্রাসীরা একটি গির্জায় হামলা চালিয়ে ১৫ জনকে হত্যা করেছিল । জানা গেছে, গত সোমবার নাতিয়াবোনির ওই মসজিদে হামলার ঘটনাটা ঘটেছে । ভোরে নামাজের সময় প্রচুর লোকজন জড়ো হয়েছিল । সেই সময় সন্ত্রাসীরা আচমকা দিয়ে তাদের ওপর এলো কথাটি গুলি চালানো শুরু করে । ঘটনাস্থলের ১৪ জনের মৃত্যু হয় ।
বুর্কিনা ফাসো আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির একটি। দেশটির মোসসি জাতির লোকেরা বহু শতাব্দী আগে এখানে যে রাজ্য স্থাপন করেছিল, তা ছিলো আফ্রিকার সবচেয়ে প্রাচীন রাজ্যগুলোর একটি। কিন্তু বুরকিনা ফাসোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বর্তমানে আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত সন্ত্রাসবাদি সংগঠনগুলির দখলে । এসব গোষ্ঠী সাহেল অঞ্চলের বিশাল অংশ দখল করেছে,কয়েক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
চলতি মাসের শুরুতে বুরকিনা ফাসোর সামরিক-সমর্থিত প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলেছিলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনে রাশিয়ান সেনা মোতায়েন করা হবে ।।