এইদিন ওয়েবডেস্ক,ধানবাদ,০১ ফেব্রুয়ারী : ধানবাদের আশির্বাদ টুইন টাওয়ার নামে একটি বহুতলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত ১২ জন । ধানবাদের এসএসপি সঞ্জীব কুমারের উদ্ধৃতি সংবাদ সংস্থা এএনআই বলেছে,’ধানবাদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ১৪ জন নিহত এবং ১২ জন আহত হয়েছে । বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অ্যাপার্টমেন্টে ছিলেন বেশ কয়েকজন । আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,ঝাড়খণ্ডের রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে ধানবাদের জোড়াফাটক এলাকায় রয়েছে আশির্বাদ টাওয়ারটি । আবাসনের তৃতীয় তলার ফ্লাটের বাসিন্দা পঙ্কজ আগরওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ প্রথম আগুন লাগে ।শীঘ্রই চতুর্থ এবং পঞ্চম তলার ফ্ল্যাটগুলিও আগুনের লেলিহান শিখা গ্রাস করে । পঙ্কজ আগরওয়ালের ফ্লাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে অন্য একটি ফ্লাটের বাসিন্দা সুবোধ লাল বর্ণওয়ালের মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল তখন । ঘটনার সময় বহু নিমন্ত্রিত এসে জড়ো হয়েছিল ওই ফ্লাটে । নিহতদের মধ্যে সুবোধ লালবাবুর ৫ জন আত্মীয় রয়েছে বলে জানা গেছে ।
এদিকে খবর পেয়ে দমকলের ৪০টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ পিএমও টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করে লেখা হয়েছে, ‘ধানবাদে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সাথে আমার চিন্তা রয়েছে । আহতের দ্রুত সুস্থতা কামনা করি ।’ পাশাপাশি হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে পিএমও । পৃথক একটি টুইটে লেখা হয়েছে, ‘পিএমএনআর এফ ফান্ড থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে ।’।