এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ মার্চ : হুক্কা বার থেকে বিগ বস ১৭ বিজয়ী তথা স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীসহ ১৪ জনকে আটক করেছে মুম্বাই পুলিশের এসএস শাখা (সমাজ পরিষেবা শাখা)৷ সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে সিওটিপিএ-এর অধীনে মামলা দায়ের করেছে পুলিশ । তবে পুলিশ ফারুকীকে ৪১এ ধারায় নোটিশ দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার গভীর রাতে মুম্বাইয়ের ফোর্ট এলাকায় অবস্থিত সাবালান হুক্কা পার্লারে অভিযান চালিয়ে ওই ১৪ জনকে আটক করে মুম্বাই পুলিশ । পুলিশ হুক্কা পার্লার থেকে নগদ ৪,৪০০ টাকা এবং ৯টি হুক্কার পাত্র উদ্ধার করেছে। এসব পাত্রের মূল্য প্রায় ১৩,৫০০ টাকা। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
জানা গেছে,হুক্কা পার্লারে তামাকজাত দ্রব্যের সঙ্গে নিকোটিন ব্যবহার করা হচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর ওই হুক্কা বারে হানা দেয় পুলিশের একটা দল । সেখানেই নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় স্ট্যান্ডআপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকীকে । ফারুকির বিরুদ্ধে সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন,২০০৩ এবং সিওটিপিএ ২০২৩ ছাড়াও একাধিক ধারায় মামলা রজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ মুনাওয়ার ফারুকিকে নিয়ে বিতর্কে এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে, ইন্দোরে একটি স্ট্যান্ড-আপ কমেডি ইভেন্ট চলাকালীন ভগবান রাম সম্পর্কে কিছু বিতর্কিত মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এই মামলায় তিনি প্রায় ৩৫ দিন জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে এসেও নানান বিতর্কে জড়িয়ে পড়েন ফারুকি । একারণে তিনি শুধু অনলাইন ট্রোলিংয়ের মুখোমুখি হননি, তার অনেক শো বাতিলও হয়েছে। এর পর তিনি কঙ্গনা রানাউতের শো লকআপ নিয়ে নতুন যাত্রা শুরু করেন। শো-এর বিজয়ী হয়ে তিনি লাইমলাইটে আসেন। লকআপ জয়ের পর, তিনি বিগ বস ১৭-এ অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন । । তবে হুক্কা বারে পুলিশের হাতে ধরা পড়ার পর মুনাওয়ার ফারুকীকে নোটিশ দিয়ে রাতেই বাড়ি যেতে দেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে মুনাওয়ারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ।।