এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৬ আগস্ট : লক্ষ্য গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া । কারন ঘন জনবসতি এলাকায় লুকিয়ে থেকে সাধারণ মানুষকে মানব ঢাল হিসাবে ব্যবহার করে আচমকা ইসরায়েলের সেনাবাহিনীর উপর হামলা চালাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী হামাস । যেকারণে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীটিকে ঝাড়েমূলে উৎখাত করা জরুরি হয়ে পড়েছে । সেই লক্ষ্যে গাজায় হামলা আরও তীব্র করেছে ইসরায়েল । গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৭১ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৮৭ জন মানবিক সাহায্যের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। যদিও সন্ত্রাসী হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এই পরিসংখ্যানে কতজন সন্ত্রাসী নিকেশ হয়েছে তা পৃথকভাবে যাচাই করা সম্ভব নয় ।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আজ বুধবার( ৬ আগস্ট) কাতার ভিত্তিক ও হামাসপন্থী সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে, গত ২৪ ঘন্টায় অনাহারে পাঁচজনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে ।জাতিসংঘের উপ-মহাসচিব নিরাপত্তা পরিষদের এক সভায় বলেছেন যে ইসরায়েলের গাজা সম্পূর্ণরূপে দখল করার প্রচেষ্টার প্রতিবেদন “গভীর উদ্বেগজনক”।
এই ঘটনাক্রমে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া প্রায় সম্পূর্ণরূপে ইসরায়েলের উপর নির্ভরশীল। এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলি গাজায় মানবিক সঙ্কট নিয়ে বারবার সতর্ক করছে৷ তারা বলেছে,গাজায় ব্যাপক দুর্ভিক্ষ এবং স্বাস্থ্য ব্যবস্থার সম্পূর্ণ পতনের ঝুঁকিতে রয়েছে৷।