প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৭ সেপ্টেম্বর : এক আধ দিনের কথা নয়। আজ থেকে ১৩০ বছর আগে প্রয়াত হয়েছেন বর্ণ পরিচয়ের শ্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তবুও তাঁর রেহাই নেই । জমিজমা সংক্রান্ত বিবাদ নিয়ে কয়েকদিন আগে প্রশাসনিক মহলে দায়ের করা এক আইনজীবীর অভিযোগে জড়িয়ে গিয়েছে বিদ্যাসাগরের নাম । এমনটা শুনে অবাক লাগাটাই স্বাভাবিক । কিন্তু বাস্তবেই এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।অভিযোগের বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছেন প্রশাসনের কর্তারা । এই ঘটনা কার্যত শোরগোল ফেলে দিয়েছে কালনার বিদ্যাসাগর অনুরাগী মহলে ।
কালনা আদালতের আইনজীবী প্রবুদ্ধ সাহানা
তাঁর মক্কেলের হয়ে কয়েকদিন আগে পূর্ব বর্ধমানের জেলাশাসক,পুলিশ সুপার সহ কালনা ২ ব্লক প্রশাসনের নানা মহলে লিখিত একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন । ওই অভিপত্রে আইনজীবী দাবি করেছেন,“তাঁর মক্কেল তুফান দে কালনা থানার জাপট পাড়ার বাসিন্দা । কালনার হাসপুকুর মৌজায় তুফানের ১.৫১ একর ’শালি’ জমি রয়েছে। যার এল আর প্লট নম্বর ১১২। ভূমি দপ্তরে তুফান দের নামেই ওই জমি রেকর্ড ভুক্ত রয়েছে এবং তিনি ওই জমির ’সরকারী রেভিনিউ’ নিয়মিত জমা দেন বলে আইনজীবীর দাবি ।
ওই আইনজীবীর অভিযোগ,“কালনার হাসপুকুর এলাকার তাপস সরকার,বলাই উপাধ্যায় সহ কয়েকজন তাঁর মক্কেল তুফান দে-র ওই জমিতে দখলদারি কায়েম করতে চায়। সেই কারনে তাঁর মক্কেল কালনা আদালতে মামলা করেন । বর্তমানে আদালতের নির্দেশে ওই জমিতে ’স্ট্যাটাকো ইনজাংসান’ জারি রয়েছে । তা সত্ত্বেও তাপস সরকার ও বলাই উপাধ্যায় সহ অন্যরা ওই জায়গায় জোরপূর্বক ’বিদ্যাসাগরের’ একটি মূর্তি বসাতে চাইছে । আদালতের নির্দেশ অমান্য করে কেউ যাতে তাঁর মক্কেল তুফান দে-র জায়গায় বিদ্যাসাগরের মূর্তি না বসায় তা দেখার জন্য আইনজীবী প্রবুদ্ধ সাহানা প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত ভাবে আর্জিও জানিয়েছেন ।
কালনার সাদগাছি পঞ্চায়েতের প্রধান তাপস সরকার এই বিষয়ে বলেন, যে জায়গাটি তুফান দে তাঁর নিজের জায়গা বলে দাবি করছে সেই জায়গাটিতে একদা হাসপাতাল ছিল । বিদ্যাসাগর মহাশয় নিজে এক কলেরা আক্রান্ত রোগীকে ওই হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিলেন । ’কিশলয় ’ বইয়ে আজও সেই ঘটনার কথা উল্লেখ রয়েছে । ওই জায়গায় এখনও তদানিন্তন কালের হাসপাতালের সব নির্দর্শনও আটুট রয়েছে ।বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি জড়িয়ে রয়েছে ওই জায়গাটির সঙ্গে । প্রধান পল্টা অভিযোগে বলেন , ’তুফান দে আশলে একজন জমি মাফিয়া। বিএলআরওর সঙ্গে অঁতাত করে অসাধু উপায়ে তুফান দে ওই জায়গাটি তাঁর নামে রেকর্ড করিয়ে নিয়েছেন “। পঞ্চায়েত প্রধান স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতি বিজরিত ওই জায়গাটি সরকার ’হেরিটেজ স্থান’ হিসাবে ঘোষনা করুক এটা গোটা কালনাবাসী চান । তিনিও তাই চান । তার জন্য যতদূর লড়াই করতে হয় তা করবেন বলে তাপস সরকার এদিন জানিয়ে দেন । কালনা ২ বল্কের বিডিও দেবল উপাধ্যায় জানিয়েছেন ,’অভিযোগ খতিয়ে দেখা হবে ।’।