এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৩ অক্টোবর : গত ১৫ অক্টোবর নাইজেরিয়ার মালভূমি রাজ্যের বারকিন লাদি স্থানীয় সরকার এলাকার (এলজিএ) বেশ কয়েকটি খ্রিস্টান গ্রামে সশস্ত্র ইসলামি ফুলানি সন্ত্রাসীদের সমন্বিত আক্রমণে ১৩ জন খ্রিস্টান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে । নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে৷ নিহতদের নাম : সলোমন ডাং চোজি (৪৩),সানডে গিয়াং চোজি (২৯), দাভো মাল্লাম চোলোম (২৪),কেফাস ডাং সাম্বো (২৯), চোলোম ডানজুমা চোলোম (৩৭), ক্রিস্টিনা ডাভো চোলোম (২৭), মার্ভেলাস চোলোম (৮), জাফেথ সলোমন (১৪), নতিয়াং চোলোম ডানজুমা (৬), মেরি সোমবার (১০),মাঞ্চা সোমবার (১২), সলোমন চুং (৪০) এবং মুসা ডাং বোট (৩২) ।
এই খ্রিস্টান নরসংহারের গনকবরের মাঝে দাঁড়িয়ে বিশ্বের ছদ্ম ধর্মনিরপেক্ষ দেশগুলির নিন্দায় সরব হয়েছেন নাইজেরিয়ার ধর্মপ্রচারক রেভারেন্ড এজেকিয়েল দাচমো । নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন । তিনি একদিন আগেও এই হামলার বিষয়ে স্থানীয় সরকারকে সতর্ক করেছিলেন, কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি ক্ষোভের সঙ্গে বলেন,বিগত ১৫ বছরে ৫০,০০০ এরও বেশি নাইজেরিয়ান খ্রিস্টানকে হত্যা করা হয়েছে, তবুও বিশ্বব্যাপী নীরব । আর কত খ্রিস্টান মরলে ঘুম ভাঙবে বিশ্বের ।’
উল্লেখ্য,বর্তমানে নাইজেরিয়ায় বোকো হারাম,ইসলামি ফুলানি, এবং আইএসডবলুএপি-এর মত কুখ্যাত ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীগুলি সক্রিয় রয়েছে । তারা ২০৭৫ সালের মধ্যে নাইজেরিয়ায় খ্রিস্টধর্মকে নির্মূল করার লক্ষ্য নিয়েছে । সেই লক্ষ্যে তারা লাগাতার খ্রিস্টান নরসংহার চালিয়ে যাচ্ছে । শুধুমাত্র চলতি বছর নাইজেরিয়ায় ৭,০৮৭ জন খ্রিস্টানকে হত্যা করা হয়েছে। ২০০ দিনে প্রতিদিন গড়ে ৩৫ জন খ্রিস্টান মারছে ইসলামপন্থী সন্ত্রাসীরা ।
সম্প্রতি নাইজেরিয়ার ইয়েলেওয়াতায় ২০০ জনের অধিক খ্রিষ্টধর্মে বিশ্বাসীকে হত্যা করা হয়েছে । কোথাও ফুলানি সন্ত্রাসীরা “আল্লাহু আকবর” বলে চিৎকার করে শিশুদের জবাই করেছে । কোথাও প্রার্থনা চলাকালীন গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে । পরিসংখ্যান অনুযায়ী, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে মোট ১৮৫,০০০ জন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে । তার মধ্যে ১২৫,০০০ জন খ্রিস্টান এবং ৬০,০০০ জন মধ্যপন্থী মুসলিম। যে পরিসংখ্যান কোনো আমেরিকান শহরের জনসংখ্যার চেয়েও বেশি । ফুলানি সন্ত্রাসীদের এই লাগাতার হামলার কারনে “গোচারণ ভূমির স্বল্পতার” কথা বলে বিশ্ববাসী লঘু করে দেখলেও সন্ত্রাসীদের মূল লক্ষ্য হল নাইজেরিয়ায় ইসলামি শরিয়া শাসন লাগু করা ।।

