এইদিন ওয়েবডেস্ক,স্পেন,০৩ অক্টোবর : স্পেনে তিনটি নাইট ক্লাবে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে । দক্ষিণ-পূর্ব স্পেনের মুরসিয়া শহরে একটা নাইট ক্লাবে রবিবার সকাল ৬ টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তাতে ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে । দেহগুলি এতটাই বিকৃত হয়ে যায় যে সনাক্ত করা যায়নি । রবিবার রাত পর্যন্ত আঙুলের ছাপের মাধ্যমে মাত্র তিনটি লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্পানিশ কর্তৃপক্ষ । কর্মকর্তারা জানিয়েছেন, বাকি মৃতদেহ শনাক্ত করতে কয়েকদিন সময় লাগতে পারে, কারণ ডিএনএ নমুনা প্রক্রিয়াকরণের জন্য মাদ্রিদে পাঠাতে হবে।
এদিকে ওই নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । কারন এখনও অন্তত ১৮ জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা সোমবার পর্যন্ত নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চালায় । তবে এখন পর্যন্ত এই আগুনের কারণ জানা যায়নি।উল্লেখ্য,মেক্সিকোতে একই দিনে একটি গির্জার ছাদ ধসে কমপক্ষে নয় জন মারা যায় এবং ৪০ জন আহত হয় ।।