এইদিন ওয়েবডেস্ক,বিশাখাপত্তনম,৩০ অক্টোবর : রবিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের ভিজিনগরম (Vizianagaram) জেলায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছে।
সন্ধ্যা ৭ টা নাগাদ বিশাখাপত্তনম-পালাসা বিশেষ প্যাসেঞ্জার ট্রেনটি কারিগরি ত্রুটির কারণে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল যখন বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পেছন থেকে ধাক্কা মারে । ফলে তিনটি বগি লাইনচ্যুত হয়। স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ দল উদ্ধার অভিযান শুরু করেছে । রেলদপ্তরের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেছেন,’বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সিগন্যালের ‘ওভারশুটিং’ হয়েছিল। যার কারণে দুটি ট্রেনই একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। ওভারশুটিং শব্দটি ব্যাখ্যা করে, চিফ পাবলিক রিলেশন অফিসার বলেন,লাল সিগন্যালে থামার বদলে ট্রেব সামনে এগোলে এমনটা হয় ।
রেলের অপর এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার কারণে বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন (ট্রেন নম্বর ০৮৫৩২) এবং বিশাখাপত্তনম- রায়গাদা প্যাসেঞ্জার (ট্রেন নম্বর ০৮৫০৪) এর দুটি পিছনের বগি লাইনচ্যুত হয়েছে। দুই ট্রেনের মধ্যে সংঘর্ষের পর ট্রেনের বগি লাইন থেকে নেমে যাওয়ায় বহু যাত্রী চাপা পড়েন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে একটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনের কার্যালয় জানিয়েছে যে সরকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের ১০ লক্ষ টাকা এবং গুরুতর আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে।
প্রধানমন্ত্রীও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন । প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে ।
এদিকে এই মর্মান্তিক ঘটনার পর রেল মন্ত্রক কিছু হেল্পলাইন নম্বরও জারি করেছে। বিএসএনএল নম্বর 08912746330, 08912744619 এয়ারটেল সিম 8106053051, 8106053052 বিএসএনএল সিম 8500041670, 8500041671 ।।