এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৪ জানুয়ারী : তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ১৩ দিনের মাথায় ফের প্রকাশ্যে শুটআউটের ঘটনা ঘটল মালদা জেলায় । এবারে সরকারি নিকাশি নালা ও রাস্তার উদ্বোধনে গিয়ে গুলিবিদ্ধ হলেন দুই তৃণমূল নেতা ৷ প্রাণ হারিয়েছেন আরও এক তৃণমূল কর্মী । মালদা জেলার কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়াবস্তিতে ।
জানা গেছে,আজ সকালে পঞ্চায়েতের একটি রাস্তার উদ্বোধনে নয়াবস্তি এলাকায় গিয়েছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ ৷ সঙ্গে ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য এসারুদ্দিন শেখ সহ আরও অনেক দলীয় কর্মীরা ৷ অনুষ্ঠানের মাঝে হঠাৎ গুলিবৃষ্টি শুরু হয়৷ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাসানুল শেখ নামে এক তৃণমূল কর্মী৷ গুলিবিদ্ধ হয়েছেন বকুল ও এসারুদ্দিনও ৷ দুই জনকেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে গোকুল শেখের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । কে বা কারা গুলি চালাল তা স্পষ্ট নয় কালিয়াচক থানার পুলিশের কাছে । তবে স্থানীয়দের অনুমান, তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে ৷ ঘটনায় আহতরাও তৃণমূলেই স্থানীয় এক নেতা জাকির শেখের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আহতরা । তাদের অভিযোগ, জাকিরের নেতৃত্বে তৃণমূলেরই আরেক গোষ্ঠী হাঁসুয়া, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় ওই অনুষ্ঠানে । তৃণমূলের ওই সমস্ত লোকজনই তাদের উপর গুলি চালিয়েছিল বলে অভিযোগ আহত এসারুদ্দিনের ।
এর আগে গত ২ জানুয়ারী, বাড়ির সামনে গুলি করে খুন করা হয় মালদার জেলা তৃণমূল সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে। তাক্ব প্রকাশ্যে পিছু ধাওয়া করে গুলি করে খুন করা হয়! এই খুনের ঘটনায় একের পর এক তৃণমূল নেতার নাম জড়ায়, গ্রেফতারও হয় ।।