এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,০২ জুলাই : কঙ্গোর পূর্বাঞ্চলের তিনটি গ্রামে সন্ত্রাসবাদী হামলায় ১৩ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে । কঙ্গোলিজ কর্মকর্তা অ্যাডিডাস মোবিতাবিলিবো এএফপিকে জানিয়েছেন যে শুক্রবার(৩০ জুন ২০২৩) ইতুরি জেলার তিনটি গ্রামে এই হামলার ঘটনা ঘটে ।তার মতে, এই হামলায় অন্তত ১৩ জন মারা গেছে ।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি ।
প্রসঙ্গত,পূর্ব কঙ্গো রুয়ান্ডা, উগান্ডা এবং বুরুন্ডি এই তিন জেলা নিয়ে গঠিত ৷ এলাকায় প্রচুর সোনা এবং কোবাল্টের খনি রয়েছে । আর ওই খনির দখল নিয়ে কঙ্গোর সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির মধ্যে ঝামেলার সূত্রপাত । প্রায় দু’দশক ধরে সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে এনিয়ে লড়াই চলে আসছে । আর তাদের সংঘর্ষের মাঝে পড়ে হাজার হাজার নিরীহ গ্রামবাসীর প্রাণ চলে গেছে ।।