এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,০৪ নভেম্বর : শুক্রবার রাতে নেপালের পশ্চিম নেপালের জাজারকোটে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১২৮ জনের মৃত্যু হয়েছে । তার মধ্যে নেপালের জাজারকোট জেলায় ৯২ জন এবং রুকুম পশ্চিমে ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে । ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৪ । জাজারকোট জেলা পুলিশ অফিসের প্রধান ডিএসপি নমরাজ ভট্টরাই জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী অথভিসকোট পৌরসভায় ৩৬ জন এবং সানিভেরি গ্রামীণ পৌরসভায় ৭ জনের মৃত্যু হয়েছে ।
ভূমিকম্পে মারা যান জাজারকোটের নালগড় পৌরসভার উপপ্রধান সরিতা সিংও । জেলা পুলিশ প্রধান ডিএসপি কিশোর শ্রেষ্ঠা জানিয়েছেন যে খালাঙ্গার সদর দফতরে অবস্থিত আপার থাপলেতে ঘুমন্ত অবস্থায় বাড়ি ধসে পড়লে সরিতাদেবী মারা যান ।
জাজারকোট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে ৬ জন, ১২ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৩ নম্বর ওয়ার্ডে ৭ জন, ১৪ নম্বর ওয়ার্ডে ১২ জন মারা গেছেন। একইভাবে সানিভেরী পল্লী পৌরসভার ১ নং ওয়ার্ডে ৪ জন, ২ নং ওয়ার্ডে ১ জন এবং ৪ নং ওয়ার্ডে ২ জন মারা গেছে বলে পুলিশ জানিয়েছে। ভূমিকম্পে দুই পৌরসভায় ৫৩ জন আহত হয়েছেন। আহতদের মিশন হাসপাতাল চৌরজাহারি, জেলা হাসপাতাল সল্লে এবং অথভিস্কট নগর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রুকুম থানার প্রধান ডিএসপি নমরাজ ভট্টরাই জানিয়েছেন, অথভিসকোটে একই বাড়ির ৬ জনসহ ১০ জনের মৃত্যু হয়েছে। একইভাবে জাজারকোটের খালাঙ্গায়ও কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেরি পৌর মেয়র সিপি ঘর্তি জানান, জাজারকোটে আহতের সংখ্যা বেশি। তারা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানান তিনি।
পশ্চিম নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু হওয়ায় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ভূমিকম্প হচ্ছে। নেপালের খনি ও ভূতত্ত্ব বিভাগের জাতীয় ভূমিকম্প পরিমাপ কেন্দ্রের মতে, শুক্রবার রাত ১১:৪৭ মিনিটে, জাজারকোটের রামিডান্ডায় কেন্দ্রস্থলে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্প হয় । ভূমিকম্পের ধাক্কা নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানা গেছে ।।