এইদিন ওয়েবডেস্ক, আনাকাপল্লি (অন্ধ্রপ্রদেশ), ০৩ আগস্ট : অন্ধ্রপ্রদেশে একটি পোশাক প্রস্তুতকারী সংস্থায় রাসায়নিক গ্যাস লিক করে অসুস্থ হয়েছে ১২১ মহিলা কর্মী । অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার অচুতাপুরমের ব্র্যান্ডিক্স এলাকায় রয়েছে ওই পোশাক কোম্পানীটি । কোম্পানীতে মহিলা কর্মীর সংখ্যাই বেশি । জানা গেছে, মঙ্গলবার রাতে যখন কারখানায় পুরোদমে চলছিল সেই সময় রাসায়নিক গ্যাস লিক হয় । এরপর কর্মীদের মধ্যে শ্বাসকষ্ট ও বমির লক্ষ্মণ দেখা যায় । অনেক মহিলা জ্ঞান হারিয়ে ফেলেন । আতঙ্কে কর্মচারীরা কোম্পানি চত্বর ছেড়ে পালিয়ে যায়। এরপর ১২১ জন অসুস্থকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
আনাকাপল্লি জেলা চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক হেমন্ত জানিয়েছেন, অসুস্থদের অবস্থা স্থিতিশীল । বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে । বেশিরভাগ রোগী শ্বাসকষ্ট এবং বমির পাশাপাশি নার্ভাসনেসে ভুগছিলেন বলে তিনি জানিয়েছেন । আনাকাপল্লির পুলিশ জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (এপিপিসিবি) আধিকারিকরা গ্যাস লিকের কারন খতিয়ে দেখার জন্য অপেক্ষা করছেন । বর্তমানে প্ল্যান্ট চত্বরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ।অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী গুডিভাদা অমরনাথ (Gudivada Amarnath) জানিয়েছেন,ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের জন্য নমুনাগুলি আইসিএমআর-এ পাঠানো হয়েছে । ঘটনায় কোনো গাফেলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে মন্ত্রী জানান ।।