এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),১১ ফেব্রুয়ারী : বাংলাদেশে পাচারের আগেই ১২০০ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল আটক করল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার পুলিশ । আটক করা হয়েছে একটি মারুতি গাড়ি । এই ঘটনায় মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা এলাকার বাসিন্দা চিন্ময় সরকার এবং সাজিজুল মণ্ডল নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার গভীর রাতে কেতুগ্রামের পাচুন্দি মোড়ে অভিযান চালিয়ে তাদের পাকড়াও করা হয় । আজ মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ।
পুলিশ সূত্রে খবর,সোমবার রাতে মারুতি ভ্যানটি মুর্শিদাবাদের দিক থেকে কাটোয়ার দিকে আসছিল । সেই সময় সড়কপথে নাকাচেকিং চালাচ্ছিল কেতুগ্রাম থানার পুলিশ । পুলিশ ওই মারুতিটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করতেই বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল দেখতে পায় । পুলিশ গাড়িতে থাকা চিন্ময় সরকার এবং সাজিজুল মণ্ডলের কাছে নথি দেখতে চায়৷ কিন্তু তারা ওই নিষিদ্ধ কফ সিরাপের কোনো নথি দেখাতে পারেনি । পুলিশ বুঝতে পারে যে তারা ওই নিষিদ্ধ সিরাপ কোথাও পাচারের জন্য নিয়ে যাচ্ছে । এরপর তাদের কেতুগ্রাম থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ।
জানা গেছে,পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে ওই বিপুল পরিমাণ ফেনসিডিল সিরাপ তারা উত্তরপ্রদেশের বেনারস থেকে আনছে ৷ নদীয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল । তবে তাদের দায়িত্ব ছিল ওই সিরাপ সীমান্ত পর্যন্ত পৌঁছে দেওয়া । পাচারের বাকি কাজ অন্য কেউ করত । কিন্তু মাঝপথেই তারা ধরা পড়ে যায় । চক্রের চাঁইদের চিহ্নিত করতে ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।