এইদিন ওয়েবডেস্ক, সিরিয়া,০৩ জুন : সিরিয়ার আলেপ্পোর উত্তরে শহরে তামা কারখানায় ইসরায়েলি বিমান হামলায় ইরানপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর ১২ জন জঙ্গি খতম হয়েছে । আজ সোমবার ভোরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আলেপ্পোর বাইরে কথিত ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। খবরে বলা হয়েছে, উত্তর সিরিয়ার আলেপ্পোর উত্তরে হাইয়ান শহরে একটি তামার কারখানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে । ভিডিওতে ওই কারখানা থেকে ভয়াবহ আগুনের শিখা বের হতে দেখা যায়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রাত ১২টা ২০ মিনিটে হামলার পরপরই রাষ্ট্র-চালিত মিডিয়ার মাধ্যমে পরিচালিত এক বিবৃতিতে বলে,’ইসরায়েলি শত্রু আলেপ্পোর দক্ষিণ-পূর্ব দিক থেকে কিছু অবস্থান লক্ষ্য করে একটি বিমান হামলা চালায় । এই আগ্রাসনে অনেক শহীদ হয়েছে এবং কিছু বস্তুগত ক্ষতির খবর পাওয়া গেছে ।’ কিন্তু হতাহতদের নির্দিষ্ট কোনো সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমান সম্পর্কে কিছু বলা হয়নি। তবে
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে যে হামলায় ইরানপন্থী মিলিশিয়াদের অন্তত ১২ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে স্ট্রাইক সম্পর্কে কোনও মন্তব্য করা হয়নি ।।