এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,২১ এপ্রিল : রাজস্থানের জয়পুরে শনিবার গভীর রাতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রাণ হারাল অন্তত ১২ জন । তারা সবাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলে জানা গেছে ৷ রাতে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় তাদের প্রাণ চলে যায় । নিহতদের মধ্যে বর ও কনের আত্মীয়স্বজন এবং বরের বন্ধুরা অন্তর্ভুক্ত রয়েছে। কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া যাচ্ছে। প্রথম সড়ক দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর জেলার দুডু এলাকায় গভীর রাতে এবং তার ঘন্টা খানেকের ব্যবধানে দ্বিতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে ঝালাওয়ার জেলায়।
জয়পুর জেলায় ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়ে, দুডু থানা বলেছে যে শনিবার সন্ধ্যায় জয়পুর-আজমের জাতীয় সড়কের ট্রাক স্ট্যান্ডের কাছে একটি বাইক আরোহীকে বাঁচানোর চেষ্টা করার সময় একটি দ্রুতগামী চারচাকা গাড়ির সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । গাড়িতে তিন যুবক ছিলেন এবং তিনজনই ঘটনাস্থলেই মারা যান। এমনকি বাইক আরোহীও পালাতে পারেনি। তিনিও মারা যান। দুডু পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিকাশ চন্দক, নির্মল রাঙ্কা এবং অশোক কাবরার। তিনজনই উদয়পুর ও চিতোরগড়ের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। গত ১৮ এপ্রিল আলওয়ারে এক বন্ধুর বিয়েতে যোগ দিয়ে তিনজনই একই গাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত বাইক আরোহী মুকেশ বৈষ্ণব, দুডুর বাসিন্দা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মুকেশের মৃত্যু হয়। চারচাকা গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে যায় ।
অপরদিকে, শনিবার রাত আনুমানিক ২টা নাগাদ ঝালাওয়ার জেলার আকলেরা এলাকায়ও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ভ্যানের আরোহী বাগরি সম্প্রদায়ের নয় যুবক প্রাণ হারিয়েছেন। সামনে থেকে আসা বেপরোয়া গতির একটি অনিয়ন্ত্রিত ট্রলি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয় । ভ্যানে থাকা যুবকরা রাস্তায় ছিটকে পড়ে। ভ্যানের চালকসহ নয়জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয় । নিহতরা সবাই ঝালাওয়ারের বাসিন্দা এবং একটি বিয়েতে যোগ দিয়ে মধ্যপ্রদেশ থেকে ফিরছিলেন বলে জানা গেছে। গভীর রাতে হাসপাতালে পৌঁছান এসপি ঝালাওয়ার রিচা তোমর। নিহতদের মৃতদেহগুলি মর্গে রাখা হয়েছে। পুলিশ মৃতদের শনাক্ত করেছ, আকেলড়ার বাসিন্দা অশোক কুমার, রোহিত, হেমরাজ, সোনু, দীপক, রবি শঙ্কর, রোহিত, রামকৃষ্ণ এবং রাহুল বলে ।।