এইদিন ওয়েবডেস্ক,জাপোরিঝিয়া,০৯ অক্টোবর : ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় (Zaporizhzhia) গোলাবর্ষণের ফলে ছয় শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে এবং ৪৯ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানালে জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ওলেক্সান্ডার স্টারুক (Oleksandr Starukh) । তিনি বলেন,’১২ টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় একটি ৯ তলা বিশিষ্ট ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে । আশপাশের আরও ৫ টি বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান । তিনি বলেন,’উদ্ধার অভিযান চলছে । ইতিমধ্যে ৮ জনকে উদ্ধার করা হয়েছে । এখনো বহু মানুষ ধ্বংশস্তুপের নিচে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে ।’
উল্লেখ্য,জাপোরিঝিয়া শহরটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে রয়েছে । যেটি বর্তমানে রাশিয়ার দখলে । যার ফলে যুদ্ধ পরিস্থিতির মাঝে যেকোনো সময় পারমাণবিক দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কার সৃষ্টি হয়েছে । এদিকে জাপোরিঝিয়ায় গোলাবর্ষণের ঘটনায় কিয়েভ এবং মস্কো একে অপরকে দায়ী করেছে ।।