এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২০ নভেম্বর :
অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কুডাপ্পা (YSR Cuddapah District) জেলায় নিম্নচাপের ভারী বর্ষণে বন্যার কারণে ১২ জনের মৃত্যু হয়েছে । নিখোঁজ হয়েছে আরও ১২ জন । শুক্রবার অন্ধ্রপ্রদেশের রায়ালসিমার (Rayalaseema) তিন জেলা এবং একটি দক্ষিণ উপকূলীয় জেলার বিস্তীর্ণ অঞ্চলে ২০ সেমি পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে বলে খবর । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাজামপেট বিভাগের (Rajampet Division) নান্দালুরু, মান্দাভাল্লি এবং আকাপাদু গ্রামে বন্যার জলে তিনটি APSRTC বাস আটকে যায় । একটি বাসের কয়েকজন যাত্রী বন্যার জলে তলিয়ে যায় । পরে গুডালুরু গ্রামে ৭ টি মৃতদেহ, রায়ভারম গ্রামে ৩ টি এবং মদনাপাল্লে গ্রামে ২ টি মৃতদেহ উদ্ধার করা হয় । মৃতরা আদপেই বাসের যাত্রী ছিল নাকি তাঁরা স্থানীয় গ্রামের বাসিন্দা ছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । দমকল কর্মীদের তৎপরতায় বাকি দুই বাসের যাত্রীকে কোনও রকমে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ ৷ তবে এখনও অনেক মানুষের সন্ধান না মেলায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ ।
জানা গেছে,চেয়ুরু জলাধারের বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যার জল রাস্তায় ভরে যায় । আর তার ফলেই জলে ডুবে যায় বাসগুলি । ফলে ১২ জনের মৃত্যুর পাশাপাশি অনেক মানুষ জলের তোড়ে ভেসে যান । এখনও পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক বিজয় রমা রাজু । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে এককালীন সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন ।
এদিকে আলিপিরি থেকে তিরুমালা পর্যন্ত সিড়িযুক্ত রাস্তাটি ভূমিধস এবং বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে । তাই ওই সড়ক পথটি বন্ধ হয়ে গেছে । ফলে তিরুমালা মন্দিরে (Tirumala Temple) মন্দিরে যাওয়া অনেক পূন্যার্থী পাহাড়ের মধ্যে আটকে পড়েছেন । তিরুমালা তিরুপতি মন্দিরের আধিকারিকদের পাহাড়ে আটকে পড়া তীর্থযাত্রীদের জন্য থাকার এবং খাবারের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডি ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাকৃতিক দূর্যোগের কারনে রাজ্যের পরিস্থিতি জানতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা বলেছেন । পাশাপাশি তিনি সব প্রকার সহায়তার আশ্বাস দিয়েছেন । মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানানো হয়েছে শনিবার মুখ্যমন্ত্রী বন্যা কবলিত এলাকাগুলির হেলিকপ্টারে চড়ে পরিদর্শন করবেন ।
এদিকে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তামিলনাড়ু ও কেরালায় ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । বাড়ি ধসে মানুষ মারা যাচ্ছে । দূর্যোগের কারনে শবরীমালা মন্দির একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে । কেরালায় ভারি বৃষ্টির কারনে পাঠানামথিট্টা (Pathanamthitta) জেলার সবরিমালা পাহাড়ে বিখ্যাত আয়াপ্পা মন্দিরের তীর্থযাত্রা স্থগিত করে দেওয়া হয়েছে । জেলায় ভারী বর্ষণ এবং পাম্বাসহ প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধির কারনে শুক্রবার এই আদেশ জারি করে পাঠানমথিট্টা জেলা প্রশাসন । এছাড়া গত সপ্তাহে তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি ও বন্যার কারণে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখার জন্য একটি প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্র সরকার ।।