এইদিন ওয়েবডেস্ক,ইতালি,১৮ জুন : ভারতের মতই অনুপ্রবেশকারী সম্লস্যায় জর্জরিত ইউরোপ । প্রতিদিন কাতারে কাতারে অনুপ্রবেশকারীরা সমুদ্রপথ দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়ছে । এবারে ইতালিতে অনুপ্রবেশ করতে গিয়ে ইতালির দক্ষিণ উপকূলে দুটি নৌকা ডুবে অন্তত ১১ জনের সলিল সমাধির ঘটনা ঘটেছে । এই ঘটনায় ২৬ শিশুসহ নিখোঁজ রয়েছেন অন্তত ৬০ জন। রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিও । জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এই ঘটনায় যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে,শরণার্থীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। সেখানে সিরিয়া, মিশর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা ছিলেন।
দাতব্য প্রতিষ্ঠান রেসকিউশিপ জানিয়েছে, ইতালির লাম্পেদুসা দ্বীপের উপকূলে সোমবার (১৭ জুন ২০২৪) ডুবে যাওয়া একটি কাঠের নৌকা থেকে তারা ১০ জনের মৃতদেহ উদ্ধার করেছে। পাশাপাশি ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়।
একইদিন ভূমধ্যসাগরে শরণার্থীদের বহনকারী অন্য একটি নৌকা ডুবে ৬০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। ইতালির ক্যালাবরিয়া উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এই ঘটনা ঘটেছে। জাতিসংঘ সংস্থাগুলো বলছে, এসব নৌকায় লিবিয়া ও তুরস্ক থেকে ইউরোপে আশ্রয় খুঁজতে আসা শরণার্থী ছিল । জাতিসংঘের তথ্যানুযায়ী, ২০১৪ সাল থেকে মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সাড়ে ২৩ হাজারের বেশি মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে।।