এইদিন ওয়েবডেস্ক,নাইজেরিয়া,১৮ মে : পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মসজিদে তালা লাগিয়ে ১১ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে নাইজেরিয়ায় । ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো প্রদেশের একটি মসজিদে । গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে আরও কয়েকজন । তাদের হাসপাতালে চিকিৎসা চলছে । আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে স্থানীয় একটি পরিবারে দ্বন্দ্ব চলছিল । তার জেরেই এই ঘটনা ঘটেছে ।
ঘটনার বিবরণে জানা গেছে,ঘটনার আগে ফজরের নামাজের জন্য প্রায় ৪০ জন মুসল্লি ওই মসজিদে তখন জড়ো হয়েছিলেন । সেই সময় ৩৮ বছরের এক ব্যক্তি মসজিদের দরজায় তালা লাগিয়ে চারদিকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে । হামলাকারীর পরিবারের কয়েকজন সদস্য ছিল মসজিদের ভিতরে,মূলত তাদেরই নিশানা করে ওই ব্যক্তি । কিন্তু তাদের পারিবারিক বিবাদের জেরে বেঘোরে প্রাণ খোয়াতে হয় বেশ কয়েকজন প্রতিবেশীকেও । পুলিশ ঘাতককে গ্রেফতার করেছে ।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে বোমা হামলার কথা ভাবা হয়েছিল । তাই কানো শহর থেকে বোমা বিশেষজ্ঞসহ উদ্ধারকারী দলগুলকে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু তারা তদন্তে জানতে পারে যে ঘটনাটি বোমা হামলা ছিল না । পেট্রোল ছিটিয়ে আগুন ধরানো হয়েছিল ওই মসজিদে । কানো ফায়ার সার্ভিসের মুখপাত্র সামিনু ইউসুফ জানান যে আগুন লাগার অনেক পরে তাদের ডাকা হয় । আগুন নেভানোর পরেই তাদের জানানো হয়েছিল । সঠিক সময়ে তাদের ডাকা হলে হতাহতের ঘটনা কম হত বলে তিনি মন্তব্য করেছেন ।
পুলিশ বলেছে, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে । ধৃত ব্যক্তি কবুল করেছে যে পৈতৃক সম্পত্তির ভাগাভাগি নিয়ে বিবাদের জেরেই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তার লক্ষ্য ছিল মূলত তার পরিবারের কয়েকজন সদস্য, যারা সেই সময় মসজিদে নামাজ পড়তে এসেছিল । ঘটনাস্থল পরিদর্শন করতে এসে স্থানীয় পুলিশ প্রধান উমর সান্দা সাংবাদিকদের বলেন, ‘যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বরং এটি পারিবারিক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিবাদের জের । এই ঘটনায় শিশুসহ আহত বেশ কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে তিনি জানান ।।