প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ জুলাই : বর্ষার মরশুম শুরু হতেই বজ্রপাতে মৃতের সংখ্যা উত্তরোত্তর বেড়ে চলেছে পূর্ব বর্ধমানে। মঙ্গলবার একই দিনে জেলার মেমারি বিধানসভা এলাকায় বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।মৃতরা হলেন পদ হেমব্রম( ৪৭),আশা সব্বার (৩৭) ও মালতি সব্বার (৩২)। মৃতদের মধ্যে পদ হেমব্রমের বাড়ি মেমারি ১ ব্লকের বড়ল গ্রামে। অপর দুই মৃত আশা ও মালতি মেমারি ২ ব্লকের বারোয়ারী গ্রামের বাসিন্দা।ময়নাতদন্তে পাঠানোর জন্য পুলিশ তিন জনেরই মৃতদেহ উদ্ধার করেছে ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,মেমারির বড়ল গ্রাম নিবাসী পদ হেমব্রম এদিন দুপুরে বাড়ির অদূরে থাকা পুকুরে স্নান করতে যান । তখনই হঠাৎ বজ্রপাত হলে পদ হেমব্রম জখম হয়ে লুটিয়ে পড়েন । স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখানে কর্তব্যরত চিকিৎসক পদ হেমব্রমকে মৃত বলে ঘোষণা করেন। অনদিকে মেমারির বারোয়ারি গ্রামের নিবাসী আশা সব্বার ও মালতি সব্বার এদিন মেমারির বোহার এলাকায় ধান রোয়ার কাজে গিয়েছিলেন। ধান রোয়ার কাজ করার সময়েই বজ্রপাতে জখম হয়ে তারা জমিতে লুটিয়ে পড়েন । তাঁদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় মেমারির পাহাড়হাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই মহিলা ক্ষেত মজুরকেই মৃত বলে ঘোষণা করেন।
বিপর্যয় ব্যবস্থাপন দফতরের জেলা আধিকারিক পিনাকি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,গত বছর বর্ষার মরশুমে জেলায় বজ্রপাতে প্রায় ৪৯ জনের মৃত্যু হয়েছিল । এই বছর জুলাই মাসে বজ্রপাতে জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে । আর চলতি আগষ্ট মাস শুরুর দুদিনের মধ্যে চার জনের বজ্রপাতে মৃত্যু হল । সোমবার মন্তেশ্বরের একজন বজ্রপাতে মারা গিয়েছেন । এর একদিন কাটতে না কাটতে মঙ্গলবার মেমারি বিধানসভা এলাকার তিন জন্য নাগরিক বজ্রপাতে মারা গিয়েছেন । বছর বছর এই ভাবে সহ নাগরিকদের হারানোটা দুঃখজন বলে পিনাকি বাবু মন্তব্য করেছেন ।।