এইদিন ওয়েবডেস্ক,নিউইয়র্ক,০৭ ডিসেম্বর : মায়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার জন্য ফেসবুককে দায়ী করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দুটি পৃথক মামলা দায়ের করল রোহিঙ্গাদের সংগঠন । অভিযোগে বলা হয়েছে,মায়ানমারে ঘটনাগুলির সময় ঘৃণামূলক বক্তব্যকে ফেসবুকে অতিরঞ্জিত করে পরিবেশন করা হয়েছে । আর ফেসবুকের এই অবহেলার কারণে রোহিঙ্গাদের গণহত্যা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে । এই ঘটনার জন্য উভয় দেশ মিলে ১৫০ বিলিয়ন ডলারের বেশি অর্থাত্ প্রায় ১১ লাখ ৩০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে দায়ের করা মামলায় সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে,দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ফেসবুক ইচ্ছাকৃতভাবে উসকানিমূলক ভিডিও,হিংসা এবং অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখতে উৎসাহিত করেছে । এতে অপপ্রচার আরও বেড়েছে এবং তা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে ।
এদিকে ব্রিটিশ আইনজীবীরাও মামলা শুরুর উদ্যোগের কথা জানিয়ে ফেসবুককে গণহত্যার তথ্য না মুছতে আইনি নোটিশ পাঠিয়েছে । ব্রিটেনের আইনজীবীদের ফেসবুকে পাঠানো চিঠিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, মায়ানমারের বেসামরিক চরমপন্থী ও ক্ষমতাসীন দলের প্রচারণার কারণে তাদের মক্কেল (রোহিঙ্গা) এবং তাদের (রোহিঙ্গা) পরিবারগুলো হিংসা, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সম্মুখীন হয়েছে বা হচ্ছে । অভিযোগে আরও বলা হয়েছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা ২০১১ সালে মিয়ানমারে চালু করা হয়েছিল এবং পরে দেশব্যাপী রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রচারণাকে এক ধরনের সমর্থন জুগিয়েছিল । যদিও পরিশেষে ফেসবুকের তেমন কিছু লাভ হয়নি, তবে রোহিঙ্গাদের চরম পরিনতি ভুগতে হয়েছে বলে অভিযোগ করা হয়েছে । যুক্তরাজ্যের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা দ্রুত এনিয়ে হাইকোর্টে মামলা রজু করবেন । পাশাপাশি তাঁরা বাংলাদেশের শরণার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গাদের পক্ষেও দাঁড়াবেন বলে জানিয়ে দিয়েছেন । যদিও এ বিষয়ে ফেসবুকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।