এইদিন ওয়েবডেস্ক,ইন্দোনেশিয়া,০৪ ডিসেম্বর : ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কবলে পড়ে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে । নিখোঁজ রয়েছেন ১২ জন । বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার মাউন্ট মেরাপিতে রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে । বর্তমানে উদ্ধার অভিযান চলছে । এখনো পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ।
আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে জানা গেছে, মাউন্ট মেরাপির আগ্নেয়গিরির লাভা ও ছাই ছড়িয়ে পড়েছে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকারীরা সেখানে থাকা পর্বতারোহী ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু করে। কিন্তু বিশাল এলাকাজুড়ে লাভা ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে । অগ্ন্যুৎপাতের সময় পাহাড়ে ৭৫ জন পর্বতারোহী ছিলেন । অগ্নুৎপাতের পূর্বাভাস পেয়েই ৪৯ জনকে অনেককে সরিয়ে নেওয়া হয় ।অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পরও সেখান থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয় এবং ১১ জনতে মৃত অবস্থায় পাওয়া যায় । এখনো ১২ জন নিখোঁজ রয়েছে । অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর উদ্ধার হওয়া পর্বতারোহীদের শরীরের কিছু অংশ পুড়ে গেছে ।
ইন্দোনেশিয়ার পশ্চিমে সুমাত্রা দ্বীপে অবস্থিত ২ হাজার ৮৯১ মিটার উচ্চতার মাউন্ট মেরাপি । ইয়োগাকার্তার প্রদেশের রাজধানী ইয়োগাকার্তা থেকে মাত্র ২৮ কিলোমিটার উত্তরের এ আগ্নেয়গিরির সাত কিলোমিটার এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে । এর আগে ২০১০ সালে মেরাপি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ৩০০ জন নিহত হয়েছিল । এছাড়া ১৯৬৯ সালে এই পর্বতের অগ্ন্যুৎপাতের জেরে ৬০ জনের মৃত্যু হয়েছিল। তবে এই আগ্নেয়গিরিতে সবচেয়ে ভয়াবহ অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল ১৯৩০ সালে। সে সময় মেরাপির অগ্নুৎপাতে কমপক্ষে ১ হাজার ৩০০ জন মারা গিয়েছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের মে মাসে আবারও মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত শুরু হয় ।।