এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৮ জুন : ইভটিজিংয়ে বাধা দেওয়ায় দশম শ্রেণীর এক ছাত্রের হাতে খুন হলেন বাংলাদেশের এক হিন্দু শিক্ষক । নিহত শিক্ষক উৎপল কুমার সরকার। (৩৫) বাংলাদেশের ঢাকার আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতেন । খুনি ছাত্র আশরাফুল ইসলাম জিতু ওই স্কুলের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র । নিহতের দাদা অসীম কুমার সরকার বলেন, ‘মেয়েদের ইভটিজিংসহ নানা উচ্ছৃঙ্খল আচরণের কারণে শিক্ষার্থীদের শাসন করত উৎপল । আর এই কারণেই ওই ছাত্র উৎপলকে খুন করেছে ।’খুনি ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি । জানা গেছে,বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়া থানাধীন এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে নিহত উৎপল কুমার সরকার । তিনি হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘ ১০ বছর ধরে শিক্ষকতা করছেন । কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি দায়িত্ব ছিল তাঁর কাঁধে । হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন,’উৎপল স্কুলের শৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন । এই সুবাদে তিনি ছাত্রদের বিভিন্ন সময় আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করতেন । বিভিন্ন অপরাধের বিচারও করতেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পূর্ব ক্ষোভ থেকেই এ ঘটনা ঘটেছে ।’
জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে । ওইদিন ওই দিন স্কুলের মাঠে ছাত্রীদের ক্রিকেট খেলা চলছিল । উৎপলবাবু মাঠের একপাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন । আর সেই সময় জিতু একটি উইকেট নিয়ে শিক্ষকের মাথায় এলোপাতাড়ি পেটাতে থাকে । হামলার আগে সে স্কুলের বিদ্যুতের মেইন সুইস বন্ধ করে দিয়েছিল যাতে সিসিটিভি ক্যমারায় এই ভিডিও রেকর্ড না হয় ।এদিকে ছাত্রের হামলায় উৎপলবাবু মাঠের মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন । তাঁকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু সোমবার ভোর ৫টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর ।
আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, ‘নিহত শিক্ষক প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির সভাপতি থাকায় নিয়মকানুন মানাতে সব শিক্ষার্থীকে শাসন করতেন। জিতু কলেজের অধ্যক্ষের ভাইপো হওয়ায় স্কুলের শিক্ষকদের পরোয়া করত না । তাই শিক্ষকের শাসন মেনে নিতে না পারায় সে এই ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে ।’ এই ঘটনায় নিহতের দাদার জিতুসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা রজু করেছেন । আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন । তবে মঙ্গলবার সকাল পর্যন্ত খুনি ছাত্রের হদিশ করতে পারেনি পুলিশ ।।