এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,৩১ জুলাই : মহারাষ্ট্রের ১০০০ কোটিরও বেশি টাকার পাত্রা চাউল ল্যান্ড ( Patra Chawl land) কেলেঙ্কারি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । রবিবার ভোর হতেই সঞ্জয় রাউতের বাসভবনে হানা দিল ইডির টিম । তদন্তে অসহযোগিতার করার অভিযোগে রাউতকে হেফাজতে নিয়ে তাঁরা জেরা করতে পারে বলে সুত্রের খবর ।
প্রসঙ্গত,এই মামলাটি মুম্বাইয়ের গোরেগাঁও এলাকার পাত্রা চাউলের সাথে সম্পর্কিত । এটি আদপে মহারাষ্ট্র হাউজিং এবং এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির একটি প্লট । আর এই প্লটটি ঘিরে প্রায় ১০৩৪ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে । অভিযোগ,রিয়েল এস্টেট ব্যবসায়ী প্রবীণ রাউত পাত্রা চাউলের বসবাসকারী লোকজনের সঙ্গে প্রতারণা করেছেন । এই মামলায় সঞ্জয় রাউতের ৯ কোটি এবং রাউতের স্ত্রী বর্ষার ২ কোটি টাকার সম্পদ বাজেজব্দ করা হয়েছে ।
একটি নির্মান সংস্থাকে এই প্লটে তিন হাজার ফ্ল্যাট নির্মাণের বরাত দেওয়া হয়েছিল । শর্ত অনুযায়ী ৬৭২টি ফ্ল্যাট আগে থেকেই এখানে বসবাসকারী বাসিন্দাদের দেওয়ার কথা ছিল । বাকি ফ্লাট এমএইচএডিএ এবং সংশ্লিষ্ট কোম্পানীকে দেওয়ার কথা । কিন্তু তার আগেই ২০১১ সালে এই বিশাল প্লটের কিছু অংশ অন্য এক নির্মাতাদের কাছে বিক্রি করে দেওয়া হয় । কিন্তু সময়ের সাথে এই কেলেঙ্কারি প্রায় ধামাচাপা পড়ে গিয়েছিল ।
এরপর ২০২০ সালে মহারাষ্ট্রের পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারির তদন্তের সময় প্রবীণ রাউতের ওই কন্সট্রাকশন কোম্পানির নাম প্রকাশ্যে আসে । প্রবীণ গুরু আশীষ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর ছিলেন । তখন জানা যায়, প্রবীণ রাউতের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে ৫৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছিল । আর এই টাকা দিয়ে সঞ্জয় রাউত দাদরে একটি ফ্ল্যাট কিনেছিলেন বলে অভিযোগ । গত ২৭ জুলাই সঞ্জয় রাউতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি । কিন্তু তিনি ইডির দপ্তরে হাজিরা দিতে যাননি । শেষ পর্যন্ত এদিন ইডির আধিকারিকরাই তাঁর বাড়িতে পৌঁছেছেন ।পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দূর্নীতির মতই মহারাষ্ট্রের জমি কেলেঙ্কারীর পর্দাফাঁস করতে কার্যত উঠেপড়ে লেগেছে ইডি ।।