প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ আগষ্ট : টাকার লোভে আ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের অভিযোগে ফের বর্ধমানে গ্রেপ্তার হল ১০২ অ্যাম্বুলেন্সের চালক।বুধবার রাতে বর্ধমান থানার পুলিশের হাতে ধৃত অ্যাম্বুলেন্স চালকের নাম চন্দন বৈরাগ্য । অ্যাম্বুলেন্সটিও পুলিশ আটক করেছে । এই ঘটনা প্রমাণ করে দিল অতিমারির সময়কালে অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহন চালিয়ে যাচ্ছে কিছু অসাধু অ্যাম্বুলেন্স চালকরা ।
পুলিশ জানিয়েছে,টাকার লোভে গত ৫ আগষ্ট মুর্শিদাবাদের চাঁদেমোড় এলাকা থেকে ১০ জন যাত্রীকে নিয়ে একটি ১০২ অ্যাম্বুলেন্স হুগলীর ডানকুনির উদ্দেশ্যে যাচ্ছিল । ওই দিন বর্ধমানের কার্জনগেট চত্ত্বরে থাকা পুলিশ কর্মীরা ওই অ্যাম্বুলেন্সটির পথ আটকায় । গ্রেপ্তার হন ওই অ্যাম্বুলেন্সের চালক । এরপর হাতেগোনা কয়েকটা দিন কাটতে না কাটতে ফের বুধবার রাতে একই ঘটনার পুনরাবৃত্তি রুখলো বর্ধমান থানার পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , বুধবার রাতে শহর বর্ধমানের বাজেপ্রতাপপুর এলাকায় ডিউটি করছিলেন কয়েকজন পুলিশ কর্মী।ওই সময়ে যাত্রী বোঝাই ১০২ অ্যাম্বুলেন্সটিকে বর্ধমান-কাটোয়া রোড ধরে যেতে দেখেন পুলিশ কর্মীরা । পুলিশ অ্যাম্বুলেন্সটির পথ আটকানোর সাথে সাথে ভিতরে থাকা ৪-৫ জন যাত্রী অ্যাম্বুলেন্স থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। বর্ধমান থানার পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করার পাশাপাশি অ্যাম্বুলেন্সেটির চালক চন্দন বৈরাগ্যকে গ্রেপ্তার করে । সরকারি অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনের ঘটনার নিন্দা করেছেন বর্ধমানের মানুষজন।তবে তাঁরা দাবি রেখেছেন ,যেসব মানুষের কর্মস্থল থেকে বাড়ি ফিরতে রাত হয়ে যায় তাদের জন্য প্রসাশন বিকল্প যানবাহনের ব্যবস্থা করুক। তা না হলে হয়তো অ্যাম্বুলেন্সে যাত্রী পরিবহনে লাগাম টানা যাবে না ।।