এইদিন ওয়েবডেস্ক,রায়পুর(ছত্রিশগড়),২৮ জানুয়ারী : বাগেশ্বর ধামের কথাবাচক পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর হাত ধরে ফের হিন্দু ধর্মে ফিরে এলেন ছত্রিশগড়ের ২৫১ টি পরিবারের ১,০০০ জন সদস্য । তাদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং বাকিরা খ্রিস্টান ধর্মের অনুসারী । শনিবার ছত্রিশগড়ের রাজধানী রায়পুরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই পরিবার গুলিকে হিন্দু ধর্মে স্বাগত জানানো হয় । অনুষ্ঠানের সময় সেখানে উপস্থিত ছিলেন যশপুর রাজপরিবারের সদস্য তথা বিজেপি নেতা প্রবাল প্রতাপ সিং জুদেব । তিনি ধর্মান্তরিতদের পা ধুয়ে তাদের স্বাগত জানান । পাশাপাশি এই উপলক্ষে বিশেষ হোম যজ্ঞের আয়োজন করা হয় । ধর্মান্তরিত হওয়া প্রত্যেকেই রায়পুরের সাগুজান বিভাগের বাসিন্দা বলে জানা গেছে ।
গত ২৩ থেকে ২৭ জানুয়ারী ছত্রিশগড়ের রাজধানী রায়পুরে বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রীর হনুমত কথা চলে । শনিবার ছিল শেষ দিন । অনুষ্ঠান চলাকালীন উত্তর প্রদেশের বাসিন্দা মোহাম্মদ আকবর হিন্দু ধর্মে ফিরে আসেন। ধীরেন্দ্র শাস্ত্রী আকবরের নাম পরিবর্তন করে সত্যম রেখেছেন। একই সঙ্গে রায়পুরের চাঙ্গোরাভাথায় বসবাসকারী শেখ সামীমও সনাতন ধর্ম গ্রহণ করেছেন । পাশাপাশি দরিদ্র পরিবারের ২১ জন দম্পতির গণবিবাহের আয়োজন করা হয়েছিল এবং তাদের প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রীও দেওয়া হয়েছিল বাগেশ্বর ধামের পক্ষ থেকে ।
পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী বলেছেন যে তিনি কোনও ধর্মের বিরুদ্ধে নন বা তিনি ধর্মান্তরে বিশ্বাস করেন না, তবে তিনি বিশ্বাস করেন যে লোকেদের প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করা হয়েছিল তাদের ঘরে ফেরানো জরুরি । যাঁরা ঘরে ফিরেছেন, তাঁরা হনুমানজির ইচ্ছা অনুযায়ী এসেছেন। তিনি প্রবাল প্রতাপ সিং জুদেবের প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন । অন্যদিকে প্রবাল প্রতাপ সিং জুদেব বলেন, ওই সমস্ত লোকেদের ধর্মান্তর করা হয়েছে খুবই ভুল উপায়ে। তাদের সাথে মিথ্যা কথা বলে এবং হিন্দু দেবতাদের সম্পর্কে অবমাননাকর কথা বলে তাদের ধর্মান্তরিত করা হয়েছিল ।।