এইদিন ওয়েবডেস্ক,দৌসা(রাজস্থান),১০ ফেব্রুয়ারী : রবিবার(১২ ফেব্রুয়ারী ২০২৩) রাজস্থানের দৌসা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তার আগে ১০০০ কেজি বিস্ফোরক উদ্ধার করল পুলিশ । উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ৬৫ টি ডেটোনেটর ও ১৩টি তার । দৌসার ভাঁকড়ি রোড থেকে বেশ কয়েকটি বস্তা বন্দি ওই বিস্ফোরক আটক করেছে পুলিশ । এই ঘটনায় রাজেশ মীনা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । পুলিশ প্রাথমিক তদন্তে জানাতে পেরেছে যে বিস্ফোরকগুলি অবৈধ খনিতে ব্যবহার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । তবে এই ব্যাপারে পুলিশ গভীরভাবে তদন্ত করছে ।
প্রসঙ্গত,আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের উদ্বোধন করতে দৌসা সফর করবেন । এটি হবে প্রথম এক্সপ্রেসওয়ে যা প্রায় ১৩ লেন বিশিষ্ট হবে। যার ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে গাড়ি চলতে পারবে । গুরুত্বপূর্ণ বিষয় হল ওই এক্সপ্রেসওয়ে দিয়ে দিল্লি থেকে জয়পুর এবং দৌসা পৌঁছতে সময় লাগবে মাত্র ২ ঘন্টা ।।