এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৩ অক্টোবর : ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে লিজ ট্রাসের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে তৎপরতা । ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দৌড়ে চলে এসেছেন যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী পেনি মর্ডান্ট । তবে প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাককে ঘিরে চর্চা বেশি হচ্ছে বিশ্বজুড়ে । প্রধানমন্ত্রীর পদের যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও বর্ণবৈষম্যের শিকার হতে হয়েছিল তাঁকে । ফের একবার সুনাককে নিয়ে জল্পনা শুরু হয়েছে । এখন দেখার সুনাকের যোগ্যতা, নাকি বর্ণবাদের মত সংকীর্ণ মানসিকতাকে প্রাধান্য দেয় ব্রিটিশ সাংসদরা । তবে খবর সম্প্রতি, হাউস অফ কমন্সে কনজারভেটিভ পার্টির ১০০ জন সাংসদ টেরেসের উত্তরসূরি হিসাবে ঋষি সুনাককে সমর্থন করার জন্য তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন ।
কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস প্রধানমন্ত্রী হিসাবে ৪৫ দিন দায়িত্ব পালনের পর বৃহস্পতিবার (২০ অক্টোবর ২০২২) পদ থেকে ইস্তফা দিয়েছিলেন । তিনিই যুক্তরাজ্যের সবচেয়ে স্বল্প মেয়াদের প্রধানমন্ত্রী । ট্রাস বলেছেন যে তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে সফল না হওয়ায় পদত্যাগ করছেন । এর আগে অর্থনৈতিক পরিকল্পনার ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছিলেন ট্রাস । তবে পদত্যাগের সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন,তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান না । কিন্তু দলের অভ্যন্তরে ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছিল । যে কারনে শেষ পর্যন্ত তাঁকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় ।।