এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৯ মার্চ : আজ শুক্রবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালিতে বিজয় সংকল্প সভায় ভাষণ দিতে গিয়ে দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধুনো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী বলেন,’কেন্দ্রের দেওয়া ১০০ দিনের টাকা তৃণমূল তার তোলাবাজদের পকেটে ঢোকায় ।’ তৃণমূল সরকার ২৫ লক্ষ ভুয়ো জবকার্ড বানিয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী । ১৪ লক্ষ মহিলাকে উজলা যোজনার গ্যাস না দেওয়া এবং বিনামূল্যে র্যাশন আটকে দেওয়ারও অভিযোগ তোলেন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে । নরেন্দ্র মোদী বলেন,’বাংলায় ভ্রষ্ট তৃণমূল সরকার মহিলা বিরোধী । দলিত, আদিবাসী ও ওবিসির র্যাশনে দূর্নীতি করেছে। এদের নেতা মন্ত্রী র্যাশন দুর্নীতিতে জেলে । আপনাদের প্রতি নিয়ত লুটছে এরাজ্যের তৃণমূল সরকার।’
প্রধানমন্ত্রী বলেন,’চা বাগানে কাজ করা প্রতিটা শ্রমিকের ও তার পরিবারকে এই চা ওয়ালার প্রনাম । আমি যতবার উত্তরবঙ্গে এসেছি আপনাদের ভরপুর আশীর্বাদ পেয়েছি ।এখানে এলএ আমার লঘু ভারত দেখতে পাই ৷ আপনাদের জ্বালানী কাঠ এবং জল সংগ্রহ করতে গিয়ে কঠিন সমস্যার মুখে পড়তে হয় ।
প্রথমে বামপন্থীরা এবং পরের তৃণমূল আপনাদের এই কষ্টের দিকে নজরই দেয়নি । ওরা লোকের জমি দখল করাছিল । আমরা উজ্জ্বলা গ্যাস দিয়েছি কিন্তু তৃণমূল এরাজ্যের ১৪ লাখ মহিলাদেরকে সেই সুবিধা নিতে দিচ্ছে না ।’
এদিন দুপুর ৩ টা নাগাদ বাগডোগরায় পৌঁছোন প্রধানমন্ত্রী । সেখান থেকে তিনি সড়কপথে শিলিগুড়ির কাওয়াখালির মঞ্চে পৌঁছোন । মঞ্চ থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শিলিগুড়ি- রাধিকাপুরের মধ্যে নতুন ডেমু ট্রেন,২৭ নম্বর জাতীয় সড়কের ঘোসপুকুর-ধূপগুড়ি শাখার ফোর লেন, ইসলামপুর বাইপাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ।।