এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ সেপ্টেম্বর : কট্টরপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে দেশ জুড়ে অভিযানে নামলো জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএর) । বৃহস্পতিবার ভোর রাতে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্নাটক এবং তামিলনাড়ুসহ মোট ১৩ টি রাজ্যে এক যোগে অভিযান চলে । তার মধ্যে পিএফআইয়ের গড় বলে পরিচিত কেরালার প্রায় ৫০টি জায়গায় এনআইএর অভিযান চলছে। দেশ জুড়ে মোট ১০০ জন গ্রেফতার হয়েছে বলে খবর । সন্ত্রাসবাদে অর্থ সরবরাহ,প্রশিক্ষণ শিবির তৈরি করা, নিষিদ্ধ সংগঠনে যোগদানের জন্য যুবকদের উত্সাহিত করা এবং নাশকতার শিক্ষা দিতে ট্রেনিং ক্যাম্প চালানোর অভিযোগের ভিত্তিতে এই অভিযান বলে এনআইএ সুত্রের খবর । সন্ত্রাসবাদ মোকাবিলায় এযাবৎ এনআইএর সবচেয়ে বড় অভিযান বলে মনে করা হচ্ছে ।
জানা গেছে,কেরালায় ব্যাপক হারে এই অভিযান চালাচ্ছে এনআইএ । মঞ্জেরি, মল্লাপুরমের মতো এলাকায় বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঢুকে তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা । কলকাতার পার্কসার্কাস এলাকাতেও অভিযান চালানো হয় । সুত্রের খবর, এনআইএর সঙ্গে এই অভিযানে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । ইতিপূর্বে ইডি তদন্তে জানতে পেরেছে দেশের অভ্যন্তর ছাড়াও সংযুক্ত আরব আমীরশাহি, ওমান, কাতার, কুয়েত, বাহারিন, সৌদি আরব-সহ বিভিন্ন জায়গা থেকে হাওয়ালার মাধ্যমে কিংবা ব্যবসায়িক লেনদেনের আড়ালে অর্থ পাঠানো হয়েছে পিএফআইকে । এনিয়ে পিএফআই-এর বিরুদ্ধে চার্জশিটও দাখিল করেছে ইডি । অন্যদিকে ম্যাঙ্গালুরুতে PFI এবং SDPI-এর কর্মীরা এই অভিযানের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ।।