এইদিন ওয়েবডেস্ক,আলিপুরদূয়ার,২৮ এপ্রিল : স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পড়ার সময় নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবন ও আদর্শে অনুপ্রানিত হয়ে পড়ে দিল্লির বাসিন্দা ১০ বছরের কিশোর আরব ভরদ্বাজ । আর তখন থেকেই ছোট্ট আরব সিদ্ধান্ত নিয়েছিল দেশবাসীর কাছে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে ফের নতুন করে তুলে ধরবে । তাই আর পাঁচটা শিশু কিশোরের মত কার্টুন দেখে বা ভিডিও গেম খেলার থেকে সাইকেলে ভারত ভ্রমনের সিদ্ধান্ত নিয়েছিল সে । সঙ্গ পেয়েছিল বাবা অতুল এম ভরদ্বাজের । তারপর বাবা-ছেলে মিলে ২৫০০ কিমি সাইকেল ভ্রমনে বেড়িয়ে পড়ে নেতাজীর আদর্শ প্রচারের জন্য । মঙ্গলবার বাবার সঙ্গে সাইকেল চালিয়ে আলিপুরদূয়ারে আসে আরব । তাদের স্বাগত জানায় নেতাজীপ্রেমী স্থানীয় কিছু মানুষ৷
দিল্লির বাসিন্দা পেশায় চিকিৎসক অতুল এম ভরদ্বাজের একমাত্র সন্তান আরব । সে ষষ্ট শ্রেণীতে পড়াশোনা করে ৷ মনিপুরের মইরাং(Moirang) -এর যে জায়গায় নেতাজীর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিল ১৪ এপ্রিল সেখান থেকে যাত্রা শুরু করে আরবরা । মঙ্গলবার তারা এরাজ্যে আসে ।
আরব বলে, ‘আমি যখন দ্বিতীয় শ্রেণীর ছাত্র তখন আমার দাদু স্বাধীনতা সংগ্রামীদের গল্প শোনাতেন । দাদু আমাকে স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত অনেক বই দিয়েছিলেন । তার মধ্যে ছিল নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনের উপর লেখা একটি বই । ওই বইটি পড়ে আমি খুব অনুপ্রানিত হয়েছিলাম ।’
সে আরও বলে, ‘ভারতের স্বাধীনতার ৭৫ তম বছরে এবং নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে আমি কিছু করতে চেয়েছিলাম ৷ সিদ্ধান্ত নিয়েছিলাম নেতাজীর আদর্শ নতুন করে দেশিবাসীর সামনে তুলে ধরবো । আর সেই লক্ষ্যে সাইকেলে ভারত ভ্রমনের ইচ্ছা জাগে । বাবাকে বলি । বাবাও রাজি হয়ে যায় । তারপর দু’জনে দুটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়ি । নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে (National War Memorial) আমাদের এই যাত্রা শেষ হবে ।’আরব জানিয়েছে, বড় হয়ে সে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করতে চায় ।।