এইদিন ওয়েবডেস্ক,জাকার্তা,১০ ডিসেম্বর : ইন্দোনেশিয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ভূমি ধসে ১০ জন শ্রমিক নিহত হয়েছেন । ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । বিস্ফোরণের সময় আনুমানিক ১৪ জন লোক কয়লা চাপা পড়েছিল । এক বিবৃতিতে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বলেছেন, ‘মিথেন গ্যাসে বিস্ফোরণের কারণে খনিটি ধসে পড়েছে বলে জানা গেছে । ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ২৪০ মিটার গভীরে সর্বশেষ মৃতিদেহটি উদ্ধার হয়েছে । চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।’ খনিটি লাইসেন্স প্রাপ্ত বলে জানিয়েছেন তিনি ।
প্রসঙ্গত,খনিজ-সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশীয় দ্বীপপুঞ্জের এই দেশটি জুড়ে খনি দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে । বিশেষ করে লাইসেন্সবিহীন পরিত্যক্ত খনিগুলিতে স্থানীয় বাসিন্দারা যথাযথ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার না করে ঝুঁকি নিয়েই কয়লা উত্তোলন করে । চলতি বছরের সেপ্টেম্বরে বোর্নিও দ্বীপে একটি খনিতে ভূমিধসে অন্তত ৭ জন মারা যায় । বছরের শুরুর দিকে ইন্দোনেশিয়ার উত্তরে একটি সোনার খনির কাছে অন্য একটি ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছিল ।।