এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০১ আগস্ট : একটি পিক আপ ভ্যানে চড়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল ২৫-২৬ জনের একটি পূণ্যার্থীর দল । গান বাজানোর জন্য গাড়িতে লাগানো ছিল একটি ডিজে মেশিন । তাতে বিদ্যুৎ সরবরাহের জন্য ছিল একটি জেনারেটর । আর ওই জেনারেটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ পূণ্যার্থীর । গুরুতর অসুস্থ বাকি পূণ্যার্থীরা । রবিবার রাত্রি প্রায় ১২ টা নাগাদ মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের মেখলীগঞ্জ থানা এলাকার ধরলা সেতুর কাছে । আহতদের জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসা চলছে । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,কোচবিহারের শীতলকুচি থেকে জল্পেশের উদ্দেশে যাচ্ছিল পূণ্যার্থীদের ওই দলটি । কিন্তু জামালদহ -চ্যাংড়াবান্ধা রাজ্য সড়কের ধরলা সেতু পার হওয়ার পরেই পিক আপ ভ্যানে থাকা জেনারেটর থেকে কোনো ভাবে শর্ট সার্কিট হয়ে যায় । গাড়িতে জ্বালানো লাইট বন্ধ হয়ে যাওয়ায় চালকের সন্দেহ হয় । চালক গাড়িটি দাঁড় করিয়ে দেয় । এদিকে তখন আগে পিছু করে বাইকে চড়ে আসছিলেন আরও বেশ কিছু পূণ্যার্থী । তাঁরা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন । বিদ্যুৎস্পৃষ্টদের তড়িঘড়ি চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা । বাকিদের অবস্থা গুরুতর হওয়ায় জলপাইগুড়ি হাসপাতালে রেফার করা হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া এলাকায় ।।