এইদিন ওয়েবডেস্ক,ওয়েস্ট ব্যাঙ্ক,২৩ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েল-জর্ডান সীমান্তে ওয়েস্ট ব্যাঙ্কের (West Bank) জেনিন শহরে অভিযান চালিয়েছে । ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় একজন মহিলাসহ ১০ জন নিহত হয়েছেন । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তিন ঘণ্টা ধরে ফিলিস্তিনি সন্ত্রাসবাদীদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হয় । জেনিন শরণার্থী শিবিরের জনবহুল শহরটিতে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা সন্ত্রাসবাদীদের আস্তানা খুঁজে পাওয়ার পর সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করতে পশ্চিম তীরে অভিযান চালিয়েছে। সন্দেহভাজন জঙ্গিরা যে ভবনটিতে লুকিয়ে ছিল সেই ভবনটিকে সেনাবাহিনী ঘিরে ফেলে এবং তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু তারা গুলি চালায় এবং সেনাবাহিনী পাল্টা জবাব দেয় এবং তিনজন নিহত হয় বলে সেনাবাহিনী জানিয়েছে ।।