এইদিন ওয়েবডেস্ক,সিলেট,১২ আগস্ট : আজ শনিবার সকালে সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দুর্গম পাহাড়ি এলাকায় একটি সন্ত্রাসী ক্যাম্প থেকে ৬ মহিলাসহ ১০ জঙ্গি গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট । ধৃত মহিলাদের সঙ্গে ৩ জন শিশুও আছে । গ্রেফতার হওয়া সন্ত্রাসবাদীরা হল,সাতক্ষীরার শরীফুল ইসলাম (৪০), কিশোরগঞ্জের হাফিজ উল্লাহ (২৫), নারায়ণগঞ্জের খায়রুল ইসলাম (২২), সিরাজগঞ্জের রাফিউল ইসলাম (২২), নারায়ণগঞ্জের মেঘনা (১৭), পাবনার শাপলা বেগম (২২), নাটোরের মাইশা ইসলাম (২০), বগুড়ার মোছা. সানজিদা খাতুন (১৮), সাতক্ষীরার আমিনা বেগম (৪০) ও মোছা. হাবিবা বিনতে শফিকুল (২০)। তিন শিশু হল,নারায়ণগঞ্জের আবিদা (১২ মাস), পাবনার জুবেদা (১৮ মাস) ও হুজাইফা (৬)। ধৃত সন্ত্রাসবাদীদের কাছ থেকে প্রায় ৩ কেজি বিস্ফোরক ও ৫০টির মতো ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিটিটিসি ইউনিটের প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান । আসাদুজ্জামান বলেন,আমাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল যে ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন মৌলভীবাজারের কোনো একটি পাহাড়ে আস্তানা তৈরি করেছে । এটি একটি নতুন সংগঠন । এই সংগঠনের মাস্টার মাইন্ডের নামও জানা গেছে। সেই তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং এদিন অভিযান চালিয়ে বিস্ফোরক সহ মহিলা সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে ।।